রোয়াংছড়ি উপজেলা সক্ষম দম্পতির 5529 মধ্যে 4344 দম্পতিকে পরিবার পরিকল্পনা সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। এই হিসেবে উপজেলা 78.57% মোট সক্ষম পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে;
মাঠে/সেবা কেন্দ্রে সেবা প্রদানকালে FWA, FWV এবং SACMO গণের এপ্রোন পরিধান এবং দপ্তরকর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র ধারন নিশ্চিতকরণ;
মাঠ পর্যায়ে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কমিটি এবং স্যাটেলাইট ক্লিনিক কমিটি পুনঃগঠন এবং সচলকরণ;
দূর্গম ও কম অগ্রগতি সম্পন্ন এলাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে Paid Peer Volontiar নিয়োগ সম্পন্ন;
স্থানীয় ব্যবস্থাপনায় বিলবোর্ড স্থাপন;
রোয়াংছড়ি উপজেলায় সদর ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মোট 3টি পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা চালুকরণ;
স্কুল ও FWC ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম সক্রিয়করণ;